
নুঝাত জাহান, জবি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আস-সুন্নাহ ফাউন্ডেশনের কর্তৃক পরিচালিত ছাত্র হলের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক ছাত্রসংসদ।

রবিবার (১২অক্টোবর) শিক্ষার্থীদের মাঝে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে ক্রীড়া সামগ্রী তুলে দেন শাখা ছাত্রসংসদের নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন ছাত্রসংগঠনটির আহ্বায়ক মো. ফয়সাল মুরাদ, সদস্য সচিব শাহীন মিয়া এবং ক্রীড়া সম্পাদক জিহাদ ইসলাম শাওন। ক্রীড়া ক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে আরও কাজ করার প্রত্যয় ব্যক্ত করে সংগঠনের নেতারা জানান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিতে ছাত্রসংসদ আরও জোরালোভাবে কাজ করবে। বিশ্ববিদ্যালয়ে একটি জিমনেসিয়াম স্থাপনে ক্রীড়া মন্ত্রণালয়কে তারা স্মারকলিপি দিয়েছেন বলে এসময় তারা জানান।
এ বিষয়ে ছাত্রসংগঠনটির জবি শাখার আহ্বায়ক মো ফয়সাল মুরাদ বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে নিতে আমরা আসসুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত হলের ভাইদের হাতে ক্রীড়া সামগ্রী তুলে দিয়েছি। সামনে আমরা শহীদ সাজিদ স্পোর্টস কার্নিভাল নামাব।’
তিনি আরও বলেন, ‘আমরা চাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্রীড়া ক্ষেত্রে এগিয়ে যাক। তাই আরও তিনদিন আগে ক্রীড়া মন্ত্রণালয়ের আমরা একটি স্মারকলিপি দিয়েছি জিমনেসিয়াম স্থাপনের জন্য। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ক্রীড়াতে এগিয়ে নেয়ার লক্ষ্যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কাজ করে যাবে।’


















