
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে বাঙ্গালী নদীতে অনুষ্ঠিত হয়েছে এক মনোমুগ্ধকর ও ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। গত ১৩ অক্টোবর বিকাল ৩টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা ঘিরে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। উৎসবমুখর পরিবেশে নদীর তীরে তৈরি হয় আনন্দ-উল্লাসের এক মহামিলনমেলা।

এবারের প্রতিযোগিতায় অংশ নেয় চারটি শক্তিশালী নৌকা—শীতলগ্রাম থেকে ‘বাংলার বাহাদুর, ধুন্দীয়া গ্রামের ‘তুফান তরী,তালুকসোনাইডাঙ্গা গ্রামের ‘মামা ভাগ্নে’ এবং পার ধুন্দীয়া গ্রামের ‘পাগলা বাবা’। প্রতিটি নৌকা ছন্দোবদ্ধ বৈঠার টানে দর্শকদের মাতিয়ে তোলে, নদীর জল কাঁপে বৈঠার আওয়াজে আর উৎসাহী দর্শকদের উল্লাসে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিল্প মালিক ব্যবসায়ী ঐক্য সমিতির সভাপতি মোঃ সানোয়ার হোসেন দিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বিপ্লব, যাসাসের উপজেলা আহবায়ক মোস্তাফিজুর রহমান মুন্নাফ চৌধুরী ও যুবদল নেতা রতনসহ আরও অনেকে।
গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ-উল্লাস।

















