
নিউজ ডেস্কঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বহু প্রতীক্ষিত তফসিল আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার মাধ্যমে একযোগে ৩০০ আসনের নির্বাচনের এই তফসিল ঘোষণা করবেন। সিইসি’র ভাষণটি এরই মধ্যে রেকর্ড করা হয়েছে।
গতকাল বুধবার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিব আখাতার আহমেদ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তফসিল ঘোষণার এই তারিখ ও সময় নিশ্চিত করেন।
রাষ্ট্রপতির সঙ্গে ইসির সাক্ষাৎঃ
তফসিল ঘোষণার ঠিক আগে, বুধবার দুপুরে সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে নির্বাচন কমিশন বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সাক্ষাৎকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সঙ্গে গণভোট অনুষ্ঠানের তারিখ নির্ধারণসহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের জানান, জানুয়ারি থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদ, রাজনৈতিক দলগুলোর নিবন্ধন, গণভোট পরিচালনার পদ্ধতি এবং ব্যালটের রঙ সংক্রান্ত বিস্তারিত তথ্য রাষ্ট্রপতিকে অবহিত করা হয়েছে।
ইসি সচিবের মন্তব্য: “ভোটের সময় বাড়ানোর বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন। সুষ্ঠু নির্বাচনে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।”
এক নজরে নির্বাচনের প্রস্তুতিঃ
নির্বাচন কমিশন এবারের ভোটে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। প্রায় ১৩ কোটি ভোটার এবারের সংসদ নির্বাচনে অংশ নেবেন।
ভোটকেন্দ্র: মোট ৪২,৭৬১টি ভোটকেন্দ্র চূড়ান্ত করা হয়েছে।
ভোটের সময় বৃদ্ধি: জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে আয়োজনের কারণে ভোটের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে।
গোপন বুথ: সময় সাশ্রয়ের জন্য প্রতিটি ভোটকক্ষে দুটি গোপন বুথ রাখা হয়েছে।
অন্যান্য বিষয়: বৈঠকে ভোটার তালিকার ক্রম সংযোজন, রাজনৈতিক দলের নিবন্ধন, প্রবাসী ভোট এবং ইসির সার্বিক বিষয় নিয়ে সিইসি রাষ্ট্রপতিকে অবহিত করেছেন।
তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে সারাদেশে নির্বাচনী আচরণবিধি কার্যকর হবে এবং রাজনৈতিক দলগুলোর আনুষ্ঠানিক প্রচারণার পথ উন্মুক্ত হবে।


















